প্রারম্ভিকা

২০১৬ সালে সফল সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের পর বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধির সমন্বয়ে একদল প্রাক্তন শিক্ষার্থী একটি একক প্ল্যাটফর্ম 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন' গঠনের উদ্যোগ গ্রহন করেন। সে সময়কার বিশ্ববিদ্যালয় প্রশাসনও এমন উদ্যোগে সার্বিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন। এ উদ্যোগের ধারাবাহিকতায় ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে অর্ধ-শতাধিক নির্ধারিত ও অনির্ধারিত প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এসব সভায় বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়ে একটি একক প্ল্যাটফর্ম গঠনে তাদের মতামত ও বক্তব্য তুলে ধরেন। এভাবে দীর্ঘ সময় ধরে বিভিন্ন অঞ্চলে বসবাসরত বিভিন্ন জনের অভিব্যক্তি ও মতামত সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের একটি একক প্ল্যাটফর্ম গঠনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহন করা হয়।

এভাবে ধারাবাহিক প্রস্তুতির পর ২২ ডিসেম্বর ২০১৮ইং শনিবার বিকাল ৩টায় চট্টগ্রামের কাজীর দেউড়ীর এপোলো শপিং সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ-৩১ ক্লাব লিঃ' পরিচালিত 'ক্যাফে-৩১' এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি একক প্ল্যাটফর্ম গঠনকল্পে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় র্সবসম্মতক্রিমে প্রাক্তন শিক্ষার্থীদের একক প্ল্যাটর্ফম হিসেবে 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন' নামকরন চূড়ান্ত করা হয়। পাশাপাশি প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপরেখায় র্পূণতা দেওয়ার জন্য তিন সদস্য বিশিষ্টি একটি 'সমস্বয়ক' কমটিি গঠন করা হয়। উক্ত কমটিরি সদস্য তিনজন হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) এর সাবকে সহ-সভাপতি (ভিপি) ও সাবেক সংসদ সদস্য জনাব মজহারুল হক শাহ চৌধুরী, চাকসুর সাবেক সহ-সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুল আলম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ আবুল কদর। 'সমন্বয়ক' কমটিকিে পরর্বতী তিন মাসের মধ্যে প্রাথমিক সদস্য তালিকা চূড়ান্ত ও একটি পরিপূর্ণ গঠনতন্ত্র প্রণয়নরে দায়িত্ব র্অপণ করা হয়। এরপর সমন্বয়ক কমিটি প্রাথমিক সদস্য তালিকা চূড়ান্ত করে ফেব্রুয়ারি ২৩, ২০১৯ শনিবার বিকাল ৫টায় চট্টগ্রামের আগ্রাবাদের 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে' অবস্থিত 'বঙ্গবন্ধু কনফারেন্স হল' এ সাধারণ সভার আহ্বান করেন। উক্ত সভায় শুরুতে 'খসড়া গঠনতন্ত্র' উপস্থাপনের পর সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের মাধ্যমে 'পরিপূর্ণ গঠনতন্ত্র' অনুমোদন করা হয়। এরপর গৃহীত গঠনতন্ত্রের আলোকে র্সবসম্মতিক্রমে প্রথম কার্যনির্বাহী কমটিি গঠনের মাধ্যমে 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন' এর আত্মপ্রকাশ ঘটে ।

র্বতমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের আওতাভুক্ত চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে নিবন্ধনকৃত। নিবন্ধন নম্বর # চট্টঃ ৩২১২/২০২১, তারিখঃ ০২/০৯/২০২১ ।